আপনি কেনো কম কথা বলবেন? কম কথা বলা মানুষ গুলো কেমন হয়? mrkinfo24 Motivation in Bangla
আপনি কেনো কম কথা বলবেন? কম কথা বলা মানুষ গুলো কেমন হয়? mrkinfo24 Motivation in Bangla
এই বিশ্বজুড়ে নানা রকম মানুষ রয়েছে কেউ বা বেশী কথা বলে আবার কেউ কম কথা বলে। তো আপনি এই পোষ্টে জানতে পারবেন যারা কম কথা বলে তাদের জীবন কেমন হয়? আর যারা বেশী কথা বলে তাদের ভাগ্যে কি ঘটে।
প্রথমে জানাচ্ছি যারা কম কথা বলে তাদের মধ্যে কোন জিনিস গুলো দেখা যায়? এবং তারা মানুষ হিসেবে কেমন হয়?
যে মানুষেরা কম কথা বলে তাদের মাঝে এই জিনিস গুলো দেখা যায়ঃ Bangla Motivational Quotes
১. এরা বুদ্ধিমান হয়, যখন কথা বলার দরকার হয় শুধুমাত্র তখনই কথা বলে।
২. এরা সব সময় কথা বলতেই থাকেনা, তারা অন্যের কথাও খুব মনযোগ দিয়ে শুনে।
৩. এরা ভেতর থেকে মনের দিক থেকে অনেক ভালো এবং ফ্রেন্ডলি হয়।
৪. এদের উপর আপনি ভরসা রাখতে পারেন, এদেরকে আপনি বিশ্বাস করতে পারেন।
৫. এরা অনেক বেশি সিরিয়াস থাকে তাদের ক্যারিয়ার নিয়ে, এদের সেল্প রেসপেক্ট অনেক বেশি স্টংক হয় এবং এরা বেশি পজিটিভ হয়।
তো জেনে নিলেন যারা কম কথা বলে তারা কেমন মানুষ হয় এবং এই মানুষ গুলোর মধ্যে কোন জিনিস গুলো দেখা যায়।
এবার জানবেন বেশি কথা বললে কি হয়? এবং বেশি কথা বলা মানুষের ভাগ্যে কি ঘটে? তো বেশি কথা বললে জীবনে কি ঘটতে পারে তা নিয়ে রাশিয়ায় ঘটে যাওয়া এক সত্যা ঘটনা বলা হলো।
আজ থেকে দেড়শো বছর আগে রাশিয়াতে রেলিয়াম নামের এক ব্যক্তি ছিলো। এই ব্যক্তি সে দেশের রাজা নিকোলাস ওয়ান এর বিরুদ্ধে কথা বলতো। নিকোলাস তাকে তার এই অপরাধের কারনে ফাঁসির আদেশ দিলো কিন্তু যখন রেলিয়ামকে ফাঁসি দেওয়া হচ্ছিলো তখন ফাঁসির রসি ছিড়ে গেলো এবং সেখানকার আইন ছিলো যদি ফাঁসির রসি ছিড়ে যায় তাহলে ফাঁসি মাফ করে দেওয়া হয়।
কিন্তু রেলিয়াম বেশী কথা বলার অবস্থ ছিলো এবং সে বলল দেখো দেশবাশী রাশিয়ার কি অবস্থা এদেশের রাজা এতটাই ব্যর্থ যে এদেশে ভালো মানের রশিও পাওয়া যায় না। তখন নিকোলাস বলল আচ্ছা ঠিক আছে তোমাকে ভালো মানের রশি দিয়েই ফাঁসি দেওয়া হবে। এবং পরের দিন তাই করা হলো রেলিয়ামকে দ্বিতীয় বার রাজার বিরুদ্ধে বলার অপরাধে ফাঁসির রশিতে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
এজন্যই বলি কম বলুন, সন্মাম এ থাকুন...
মানুষ দাম দিবে, বেশি বলে মানুষের কাছে হালকা হবেন না।
পরিশেষে বলতে চাই
কম কম কথা বলুন,
বেশী বেশী চিন্তা করুন।
মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ করে রাখে,
সে মাছ কখনো বর্শিতে আটকা পড়ে না।
motivational quotes in bangla
motivational speech bangla
good thought in bengali
বাংলা অনুপ্রেরণামূলক মটিভেশন