Success Motivational Quotes In Bengali | সফল হওয়ার বাংলা উক্তি

 হ্যালো বন্ধুরা এই পোস্টে এমন কিছু বাংলা উক্তি শেয়ার করা হয়েছে, যে উক্তি গুলোতে কিছু কথা রয়েছে যে কথা গুলোয় আপনার জীবনে একটু হলেও অনুপ্রেরণা এনে দিলেও দিতে পারে। তাই সম্পূর্ন পোস্টটি পড়ে দেখতে পারেন।

মটিভেশনাল উক্তি

মটিভেশনাল স্টেটাস

Success Motivational Quotes In Bengali | সফল হওয়ার বাংলা উক্তি

Bangla success quotes #1

জীবনে সফল হতে চাইলে এই ৫টি জিনিস ত্যাগ করুন এবং তা আজই ডাস্টবিন এ ছুড়ে ফেলুন।

১. আমাকে দিয়ে হবে না।

২. আমার ইচ্ছা বা মুড নেই।

৩. আমার সময় নেই।

৪. আমার ভাগ্যই খারাপ।

৫. আমাকে দিয়ে এই কাজ গুলি হবে না।

এই ৫টি লাইন যদি ত্যাগ করতে পারেন, সফলতা আপনার দুয়ারে কড়া নাড়বে। ইনসা-আল্লাহ্

মটিভেশনাল স্ট্যাটাস বাংলা

Bangla success quotes #2

আপনি আপনার ভালোটা খুজুন,

খারাপটা খোজার জন্য তো মানুষ আছেই।

স্বপ্ন দেখলে উঁচু স্বপ্ন দেখুন,

নিচু দেখানোর জন্য তো মানুষ আছেই।

চলতে চাইলে সামনে দিকে চলুন,

কারন পিছু টানার জন্য তো মানুষ আছেই।

নিজেকে আলাদা ভাবে পরিচয় তৈরি করতে চাইলে করুন, কারন ভিড়ের মধ্যে ঠেলে দিয়ার জন্য মানুষ তো আছেই।

আপনি কিছু করে দেখান,

হাত তালি দিয়ার মানুষ তো আছেই।


Bangla success quotes #3

অহংকার আর পেট এই দুটোই যখন বেড়ে যায়,

তখন মানুষ চাইলেই অন্য কাউকে বুকে জড়িয়ে রাখতে পারে না।

যেমনটি লেবুর এক ফুটা রস হাজার লিটার দুধকে বরবাদ করে দেয়।

ঠিক তেমনই ভাবে অহংকার ও মানুষের ভালোর থেকে ভালোও ধ্বংস করে দেয়।

এজন্য অহংকার মুক্ত থাকুন,

দেখবেন ভালোবাসার অভাব হবে না।


Bangla success quotes #4

মানুষ এই পৃথিবীতে তিনটি জিনিস এর জন্য মেহনত করে?

১. আমার নাম অনেক উঁচু হবে।

২. আমার পোশাক অনেক সুন্দর হবে।

৩. আমার সুন্দর একটি বাড়ি হবে।

কিন্তু মানুষ মারা যাওয়ার সাথে সাথেই আল্লাহ্-তাল্লাহ্ এই তিনটি জিনিসই বদলে দেন।

নাম মরহুম হয়ে যায়।

পোশাক কাপন হয়ে যায়।

ঘর কবর হয়ে যায়। তাই না?

এই জন্য জ্ঞানীদের কাজ হলো মৃত্যুর আগে মৃত্যুর জন্য তৈরি হওয়া। আপনি তৈরি তো?


আরো পড়ুন- একাকীত্ব জীবনে ভালো থাকার উক্তি | Be happy in lonely life quotes story in bengali | mrkinfo24


Bangla success quotes #5

Bengali motivational story

আল্লাহ্-তাল্লাহ্ এর খুব সম্পদশালী এক নেক বান্দা কোনো এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই জঙ্গলে পাশেই সেখানে কাজ করতে থাকা হাফসির কালো এক গোলাম খানা খাওয়ার জন্য বসলেন। ওই গোলাম এর কাছে তার খাওয়ার জন্য মাত্র তিনটি রুটি ছিলো। হঠাৎ একটি ক্ষুধার্ত কুকুর ঘুরতে ঘুরতে ওই গোলামের কাছে চলে আসলো।

তারপর ওই গোলাম তার এখানে আসা কুকুরটিকে একটি রুটি খেতে দিলেন। রুটিটি খাওয়ার পর কুকুরটি তখনও দারিয়ে রইলো, তখন ওই গোলাম কুকুরটিকে আরো একটি রুটি খেতে দিলেন। ২য় রুটিটি খাওয়ার পরও কুকুরটি সেখানেই দাড়িয়ে রইলো। অতপর ওই কালো গোলাম এর কাছে সর্বশেষ ৩য় রুটিটিও খেতে দিলেন। কালো গোলাম এর এই সর্বশেষ রুটিটি দেওয়াতে কুকুরটির পেট ভরে গেলো এবং কুকুরটি চলে গেলো।

তখন আল্লাহ্-তাল্লাহ্ এর ওই নেক বান্দা গোলামটিকে বলল ভাই তোমার খাওয়ার জন্য তো আর কিছুই রইলো না তুমি তো তোমার সব খাবারই ওই কুকুরটিকে খাইয়ে দিলে। তখন গোলাম তাকে বলল এই জঙ্গলে কোনো কুকুর নেই, এই কুকুরটি নিশ্চই দূরের কোথাও থেকে এসেছে এবং কুকুরটি অনেক ক্ষুধার্ত ছিলো তাই আমি আমার সব খাবার কুকুরটিকে দিয়ে দিয়েছি আমি না হয় আজকে সারা দিন না খেয়ে থাকবো।

তখন আল্লাহ্-তাল্লাহ এর ওই নেক বান্দার মনে হলো আমি নিজেকে অনেক আল্লাহ্ওয়ালা মনে করি কিন্তু এতো আমার থেকেও অনেক বড়ো আল্লাহ্ওয়ালা ব্যক্তি। অতপর তিনি ওই পুরো জঙ্গলটি কিনে নিলেন এবং হাফসির ওই কালো গোলামকে হাদিয়া স্বরুপ দিয়ে দেলেন।

এজন্য আমাদেরও উচিত পথে ঘাটে কোনো কুকুর বা অন্যন্য প্রাণী দেখলে তাদের খেতে না দিতে পারলেও তাদের বিনা কারনে কোনো প্রকার আগাদ না করার।


Bangla success quotes #6

কেউ একজন খুব সুন্দর করে বলেছিলো,

জিহবা জন্ম এর আগে আসে এবং মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়।

কিন্তু দাঁত জন্ম এর পরে আসে এবং মৃত্যুর আগেই চলে যায়।

এজন্য দীর্ঘসময় যদি মানুষের মনে জায়গা করে নিতে চান, তাহলে জিহবার মতো নরম হন, কমল হন।

দাঁতের মতো শক্ত এবং কঠিন হয়েন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url